পাবনায় ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:২২ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

পাবনার চাটমোহর রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (১২) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিকে ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিশুটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাটমোহর রেলস্টেশনে বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেন যাত্রাবিরতি করে। এসময় এই ট্রেন থেকে শিশু ছেলেটি নেমে স্টেশনের দুই নম্বর লাইন পার হচ্ছিল। এমন সময় স্টেশনে বিরতীহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি যাওয়ার সময় ছেলেটি ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাটমোহর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহবুবুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রেনে কাটা পড়ে শিশুটির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এতে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। সিরাজগঞ্জ জিআরপি থানায় খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমিন ইসলাম জুয়েল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।