সাতক্ষীরায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, আহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২২

সাতক্ষীরার দেবহাটায় স্কুলমাঠে খেলা করার সময় বজ্রপাতে শুভজিৎ সরকার নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ আবিদ হাসান ও জয় কুমার দাস নামের আরও দুই শিক্ষার্থী আহত হন।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাতশালা স্কুলমাঠে এ ঘটনা ঘটে।

নিহত শুভজিৎ সরকার ভাতশালা এলাকার রাজকুমার সরকারের ছেলে। সে ভাতশালা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

ভাতশালা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, টিফিনের সময় স্কুলের শিক্ষার্থীরা মাঠে খেলা করছিল। হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে বেশিরভাগ শিক্ষার্থী স্কুলের বারান্দায় উঠে যায়। কিন্তু মাঠে দু-তিনজন শিক্ষার্থী তখনো ছিল। হঠাৎ বজ্রপাত হলে শুভাজিৎ সরকারসহ তারা আহত হয়।

তাদের দ্রুত উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস শুভজিৎ সরকারকে মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।