ময়মনসিংহে পার্কের অবৈধ ২০০ দোকান উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২

ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান চালানো হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

jagonews24

অভিযান শেষে তিনি বলেন, হিমু আড্ডার সামনে থেকে জয়নুল আবেদিন সংগ্রহশালা পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

এসময় মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী সচিব মো. আমিনুল ইসলাম জাহাঙ্গীর, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মঞ্জুরুল ইসলাম/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।