নোয়াখালীতে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর সূবর্ণচরে পারিববাকি কলহের জের ধরে স্ত্রী লাকী বালা নাথ (২২) ও শিশুপুত্র হরিচানকে (২) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। শুক্রবার রাতে উপজেলার চরবাটা ইউনিয়নের শিবরচরণ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী সঞ্জয়, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ।
নিহত লাকী বালা নাথ উপজেলার ৭নং পূর্বচরবাটা ইউনিয়নের হাজিপুর গ্রামের রতন নাথ ও সপ্তমী বালা নাথের মেয়ে। চার বছর আগে পারিবারিকভাবে শিবচরণ গ্রামের দসরথের ছেলে সঞ্জয়ের সঙ্গে লাকীর বিয়ে হয়।
নিহত লাকীর পরিবার জানায়, বিয়ের পর থেকে লাকীকে স্বামী এবং পরিবারের লোকজন বিভিন্ন অজুহাতে প্রায়ই মারধর করতো। শুক্রবার মুঠোফোনে টাকা ঢুকানো নিয়ে লাকী নাথের সঙ্গে স্বামী সঞ্জয়ের ঝগড়া হয়। এ নিয়ে রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে সঞ্জয় ক্ষিপ্ত হয়ে লাকীকে প্রথমে মারধর করে পরে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় শিশুপুত্র হরিচান মাকে জড়িয়ে ধরলে তাকেও কুপিয়ে হত্যা করে পাষণ্ড স্বামী।
খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ ২টি উদ্ধার এবং স্বামী সঞ্জয়, শ্বশুর দসরথ ও সকালে শাশুড়ি স্বপ্না রানী নাথকে আটক করে।
চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. নিযাম উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই লাশ দুটি উদ্ধার করে। হত্যার অভিযোগে নিহতের স্বামী সঞ্জয়, শ্বশুর দসরথ ও শাশুড়ি স্বপ্না নাথকে আটক করা হয়েছে। এদিকে, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিজানুর রহমান/এসএস/এমএস