কি‌শোরগ‌ঞ্জে পু‌লি‌শ-বিএন‌পির সংঘর্ষে আহত-৫০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২২

‌কি‌শোরগ‌ঞ্জের পাকু‌ন্দিয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এসময় গোটা এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। শ‌নিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

sunam

পুলিশ ও স্থানীয়রা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূ‌ল্যবৃ‌দ্ধি ও দলীয় নেতাক‌র্মী‌দের ওপর পু‌লি‌শের হামলার প্র‌তিবা‌দে বি‌ক্ষোভ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল ১০টার দি‌কে উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নেতৃ‌ত্বে নেতাক‌র্মীরা সৈয়দগাঁও চৌরাস্তা মোড় এলাকায় মি‌ছিল বের কর‌লে পু‌লিশ বাধা দেয়।

‌বিএন‌পি নেতাক‌র্মীরা পু‌লি‌শের ওপর ইটপাট‌কেল নি‌ক্ষেপ কর‌লে দুই প‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যা‌য়ে পাকু‌ন্দিয়া মঠ‌খোলা সড়ক রণক্ষে‌ত্রে প‌রিণত হয়। বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের নেতাক‌র্মীরা ছোট ছোট গ্রু‌পে ভাগ হ‌য়ে পু‌লি‌শের সঙ্গে সংঘর্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এ সময় অন্তত ৫০ জন আহত হয়।

sunam

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। তারা মিছিল নিয়ে পৌর বাজারের দিকে আসার সময় পু‌লিশ‌কে লক্ষ্য ক‌রে ইটপাট‌কেল নি‌ক্ষেপ ক‌রে।

ত‌বে উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, আমাদের শা‌ন্তিপূর্ণ সমা‌বে‌শে পু‌লিশ বাধা দিয়ে হামলা চালায়। পু‌লি‌শের সঙ্গে আওয়ামী লী‌গের নেতাক‌র্মীরাও যোগ দেয়।

নূর মোহাম্মদ/এএইচ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।