ভাসানচর থেকে পালানো ৪ রোহিঙ্গাকে ফেরত পাঠালো পুলিশ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা চারজন রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে সুবর্ণচরের চরজব্বর থানা পুলিশ।
শুক্রবার (২ সেপ্টম্বর) বিকেলে তাদের পুলিশ পাহারায় ভাসানচর পাঠানো হয়। এরআগে দুপুরের দিকে উপজেলার ৩ নম্বর চরক্লাক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জনতা বাজার ও চরজুবলী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮০ নম্বর ক্লাস্টারের গুলবাহার (৫০), মো. খায়রুল আমিন (২৪), মো. ফারুক (২৬) ও মো. তুষার (৩০)।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে চার রোহিঙ্গা নাগরিক ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য দালালের মাধ্যমে নদীপথে সুবর্ণচর উপজেলায় আসেন। সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার এলাকায় এক নারীসহ দুই যুবকের ঘোরাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়।
এসময় তারা নিজেদের স্থানীয়দের কাছে নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করলে তাদের আটক করে চরজব্বর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। অপর রোহিঙ্গা নাগরিককে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে আটক করেন স্থানীয়রা।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সকালের দিকে দালালের মাধ্যমে তারা ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসেন। খবর পেয়ে তাদের আটক করা হয়। তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এমকেআর