সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

সিলেট নগরীর বালুচরে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নীপু ও ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদের গ্রুপের প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় হিরণ গ্রুপের কর্মীরা প্রতিপক্ষ গ্রুপের একজনের একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

এর কিছুক্ষণ পর পাল্টা আক্রমণের শিকার হয় হিরণ গ্রুপ। কিন্তু হিরণ গ্রুপের কর্মীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। জবাবে প্রতিপক্ষ গ্রুপও পাল্টা গুলি ছুঁড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয় গ্রুপের কর্মীরা পালিয়ে যায়।

এ বিষয়ে শাহপরাণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয় গ্রুপের কর্মীরা পালিয়ে যায়। ইট পাটকেলের আঘাতে দুই/একজন আহত হতে পারে। আধিপত্য বিস্তার নিয়েই মারামারি হয়েছে।

ছামির মাহমুদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।