ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

যশোরের ঝিকরগাছায় ট্রাকচাপায় মনিরুজ্জামান (৪৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের কপোতাক্ষ ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান শার্শা উপজেলার মহিষা গ্রামের আবদুল লতিফের ছেলে।

ঝিকরগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আজম জানান, দুপুরে মনিরুজ্জামান মোটরসাইকেলে করে শার্শা থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিকরগাছা বাজারের কপোতাক্ষ ব্রিজের ওপর পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনিরুজ্জামান ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মিলন রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।