সার সংকট নিরসনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
কালোবাজারি, দুর্নীতি বন্ধসহ চাহিদা মতো সার সরবরাহ ও সংকট নিরসনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ক্ষেত মজুর ও কৃষক সংগঠন।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিবি রোডের ১ নম্বর রেলগেটে এসে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদর উপজেলা সভাপতি কৃষক নেতা প্রভাষক গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদ, কৃষক সংগঠনের সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহাবুর রহমান খোকা, নিলুফার ইয়াসমিন শিল্পী ও ডা. জব্বার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গাইবান্ধায় সারের সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। ডিলাররা দিনের বেলা দোকান বন্ধ রাখছে। গভীর রাতে গোপনে বেশি দামে সার বিক্রি করছে। সারের ডিলাররা এমন কৃত্রিম সংকট তৈরি করলে মরার ওপর খাড়ার ঘায়ের মতো হবে। তাই অবিলম্বে কৃত্রিম সংকট নিরসন করে কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান বক্তারা।
এসজে/এমএস