নকল সন্দেহে বগুড়ায় ৭ ট্রাক টিএসপি সার আনলোড স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:১৫ এএম, ৩০ আগস্ট ২০২২

বগুড়ায় নকল সন্দেহে ৭টি ট্রাকের প্রায় ১০ মেট্রিক টন (৯৮ হাজার কেজি) টিএসপি সার আনলোড স্থগিত করেছে বাফার গুদাম কর্তৃপক্ষ। চট্টগ্রামের পতেঙ্গা টিএসপি কমপ্লেক্স থেকে সারগুলো ট্রাকবোঝাই করে বগুড়া গুদামে নেওয়া হয়।

সোমবার (২৯ আগস্ট) রাতে ওই ৭ ট্রাক সার বগুড়া পৌঁছার পর নকল সন্দেহ হওয়ায় তা আনলোড করা হয়নি। মেসার্স এমএইচআর কর্পোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সারগুলো পরিবহনের দায়িত্বে রয়েছে।

বগুড়া বাফার গুদাম ইনচার্জ মোহাম্মদ মোস্তাফা কামাল এই তথ্য নিশ্চিত করেছেন।

বাফার গুদাম ইনচার্জ জানান, চট্টগ্রামের পতেঙ্গা থেকে ৭টি ট্রাকে ৯৮ হাজার কেজি টিএসপি সার আসে। প্রতিটি ট্রাকে ২৮০টি বস্তা সার রয়েছে। সোমবার সকালে ট্রাক থেকে ২৪ বস্তা সার পরীক্ষার জন্য নামানো হয়। এ সময় সারগুলো নকল ও ভেজাল মেশানো সন্দেহ হলে তা আনলোড স্থগিত করা হয়েছে। বর্তমানে ওই ৭টি ট্রাক গুদাম চত্বরেই রয়েছে।

তিনি বলেন, সন্দেহের বিষয়টি চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়। মঙ্গলবার সারগুলো ভালোভাবে পরীক্ষার জন্য সেখানকার একটি প্রতিনিধি দল বগুড়া পৌঁছাবেন। তারা পরীক্ষা করে মান নিশ্চিত করার পর এসব সারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।