সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২৯ আগস্ট ২০২২
প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে দিলার হোসেন নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের সিদ্দিকনগরে এ দুর্ঘটনা ঘটে।

শিশু দিলার হোসেন ওই গ্রামের লিরনুর ও সালমা বেগমের একমাত্র সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন তার বাবা-মা।

স্বজনরা জানান, গ্রামের অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল দিলার হোসেন। দুপুর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বিকেল ৩টার দিকে গ্রামের মসজিদের পাশের পুকুরে তাকে ভেসে থাকতে দেখা যায়। উদ্ধার করে কাছের ভাটিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু দিলারের বাবা লিরনুর বলেন, ‘আমি সকাল থেকে মাছ ধরতে হাওরে ছিলাম। বাড়ি এসে দেখি আমার বাচ্চাকে সবাই খুঁজছে। খুঁজতে খুঁজতে মসজিদের পাশের ছোট পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করি। তাড়াহুড়ো করে ভাটিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

ভাটিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম এইচ মান্না জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

লিপসন আহমেদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।