মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৯ আগস্ট ২০২২
ফাইল ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিলের পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জিয়াউর রহমান (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ওসমান গনি (৩৪) নামের আরও একজন আহত হন।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার কচাকাটা থানার বালাবাড়ি বিলে এ ঘটনা ঘটে।

জিয়াউর রহমান কেদার ইউনিয়নের বালাবাড়ি গ্রামের মৃত নাদু শেখের ছেলে। তিনি দুই সন্তানের জনক। আহত ওসমান গনি একই গ্রামের আব্দুল গাড়িয়ালের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে বালাবাড়ি এলাকার সংকোষ নদীর শাখা নদীতে ৫-৬ জন মিলে মাছ ধরতে যান জিয়াউর রহমান। এ সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাত হলে জিয়াউর রহমান ঘটনাস্থলে মারা যান। এ সময় গুরুতর আহত হন ওসমান গনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।