২৫ লাখ টাকাসহ আটক বেনাপোল কাস্টমস কর্মকর্তা বরখাস্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৫ এএম, ২৯ আগস্ট ২০২২
ফাইল ছবি

যশোর বিমানবন্দর থেকে ২৫ লাখ টাকাসহ গ্রেফতার হওয়া বেনাপোল কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আব্দুল হাকিম তাকে বরখাস্ত করেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট একটি বিশেষ গোয়েন্দা সংস্থার সদস্যরা যশোর বিমানবন্দর থেকে ২৫ লাখ টাকাসহ বেনাপোল কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে আটক করে। পরে তাকে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে সঙ্গে থাকা টাকার কোন বৈধতা দেখাতে না পারায় তাকে আটক করা হয়। শনিবার (২৭ আগস্ট) বিকেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আবদুল হাকিম বলেন, তদন্তের স্বার্থে সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি তদন্ত কমিটি করেছেন। এরইমধ্যে কমিটি কাজ করছে। অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ‘মুকুল হোসেনের কাছ থেকে ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ওই টাকা পাচারের উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে নিয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড।’

খন্দকার মুকুল হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি বেনাপোল কাস্টমস হাউজে কর্মরত।

মো. জামাল হোসেন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।