অতিরিক্ত মূল্যে সার বিক্রি, দুই ডিলারের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৮ আগস্ট ২০২২

কুড়িগ্রামের চিলমারীতে অতিরিক্ত মূল্যে রাসায়নিক সার বিক্রির দায়ে দুই ডিলারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার জোড়গাছ বাজার এলাকায় এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় সার ব্যবসায়ী মো. জাহেদুল ইসলামের ম্যানেজার মো. নুর আলমকে ২০ হাজার টাকা ও একই অপরাধে ত্বহা ট্রেডার্সের মালিক মো. গওসুল আজমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মো. মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

এসময় চিলমারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আরশাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।