অতিরিক্ত মূল্যে সার বিক্রি, দুই ডিলারের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৮ আগস্ট ২০২২

কুড়িগ্রামের চিলমারীতে অতিরিক্ত মূল্যে রাসায়নিক সার বিক্রির দায়ে দুই ডিলারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার জোড়গাছ বাজার এলাকায় এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

এ সময় সার ব্যবসায়ী মো. জাহেদুল ইসলামের ম্যানেজার মো. নুর আলমকে ২০ হাজার টাকা ও একই অপরাধে ত্বহা ট্রেডার্সের মালিক মো. গওসুল আজমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মো. মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এসময় চিলমারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আরশাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।