ভোলায় বিএনপির সমাবেশে যেতে বাধার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৮ আগস্ট ২০২২

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির সমাবেশে বাধার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। রোববার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

হাফিজ ইব্রাহিম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বোরহানউদ্দিনের সমাবেশে যাওয়ার জন্য আমরা বেলা ১১টার দিকে ভোলা সদর থেকে রওনা হই। এক পর্যায়ে শহরের যুগিরঘোল এলাকায় পুলিশের বাধার মুখে পড়ি। সমাবেশের অনুমোদন নেই বলে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আমাদের বাধা দেয় পুলিশ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার না। তারা ২০০৮ সালে ক্ষমতায় আসার আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে। কিন্তু আজ বাজারে মোটা চালের কেজি ৫৫ টাকা।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।