মৌলভীবাজারে চা-শ্রমিকদের মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৭ আগস্ট ২০২২

১৭০ টাকা মজুরি ঘোষণার পর মৌলভীবাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে চা-শ্রমিকরা। শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে হাজারো শ্রমিক উল্লাসে মেতে ওঠেন।

চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিসিড়া ভ্যালি প্রধান বিজয় হাজরা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে মালিকদের বৈঠকের পর ৫০ টাকা বাড়িয়ে মজুরি ১৭০ টাকা ঘোষণা করা হয়। আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে মেনে নিয়ে কাল (রোববার) থেকে কাজে যোগ দিবো।

jagonews24

রিপন কৈরী নামে এক চা-শ্রমিক বলেন, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা সেটা মেনে নেবো। আমরা কাজ শুরু করবো। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সঙ্গে কথা বলবেন। আমারা আশাকরি তিনি আমাদের বাকি দাবিগুলোও মেনে নিবেন।

চা-শ্রমিক লক্ষ্মী নাইডু বলেন, আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। এখন প্রধানমন্ত্রী আমাদের মজুরি ১৭০ টাকা দিয়েছেন। আমরা খুশি। কাল থেকে আমরা কাজে নামবো।

আব্দুল আজিজ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।