রামগঞ্জে প্রবাসী পরিবারের তিনজনকে কুপিয়ে জখম


প্রকাশিত: ১১:৪১ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসী পরিবারের মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের উত্তর টিউরী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে হুমায়ুন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার উত্তর টিউরী গ্রামের মোল্লা বাড়িতে ঘটনার সময় মো. হুমায়ুনের সঙ্গে প্রবাসী শাহাদাত বতুর স্ত্রী আলেয়া বেগমের কথা কাটাকাটি হয়। এসময় হুমায়ুন তার পরিবারের লোকজনকে নিয়ে আলেয়ার ওপর হামলা চালায়।

বাধা দিতে গেলে তার ছেলে ইয়াছিন ও মেয়ে তামান্না আক্তার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ইয়াছিন ও তামান্নার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। স্থানীয়রা আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।