মাদারীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১
মাদারীপুরের শিবচরে ৬ হাজার পিস ইয়াবাসহ আরিফ মাদবর (২৭) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে শিবচর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক আরিফ শরীয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নের ভোলাই শিকদারকান্দি গ্রামের বাসিন্দা ইসমাইল মাদবরের ছেলে।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, সকালে আমি ও এসাআই ইব্রাহিম পাটোয়ারির নেতৃত্বে থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলার কুতুবপুর বাজারে অভিযান চালায়। এ সময় পেশাদার ইয়াবা ব্যবসায়ী আরিফকে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, আটক আরিফের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে শিবচর থানায় একটি মামলা দায়ের শেষে আদালতে চালান করা হয়েছে।
নাসিরুল হক/এসএস