কক্সবাজার সৈকতে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৪ আগস্ট ২০২২

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি ছুরি জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাত ১০টায় সৈকতের সুগন্ধা পয়েন্টের প্রবেশ মুখ থেকে তাদেরকে আটকের পর মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।

তারা হলেন, সোহেল মিয়া (১৯), সাইফুল ইসলাম (১৯), মো. রাজু (১৭), মো. হোসেন (২১), আব্দুস শুক্কুর (১৯), মনজুর আলম (১৯) ও এহসান(১৭)।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ছিনতাইয়ের উদ্যেশ্যে তারা সেখানে জড়ো হয়। খবর পেয়ে সেখান থেকে সাত কিশোরকে আটক করি। এসময় আরও কয়েকজন পালিয়ে যায়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময় ছিনতাইয়ে কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে আরও কয়েকটি কিশোর গ্যাংয়ের তথ্য পাওয়া গেছে। তাদের আটকে অভিযান চলছে।

এএসপি আরও বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলার পর কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।