দাবি আদায়ে এবার ট্রেন আটকে দিলো চা-শ্রমিকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৩ আগস্ট ২০২২

মজুরি ৩০০ টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-সিলেট রুটের পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে আন্দোলন করেছেন চা-শ্রমিকরা। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাসে তারা ট্রেনটি ছেড়ে দেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরের রেলগেট এলাকায় প্রায় হাজারখানেক শ্রমিক চট্টগ্ৰাম থেকে ছেড়ে আসা ট্রেনটি আটকে দেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান খন্দকার জাগো নিউজকে বলেন, সাতটি চা-বাগানের শ্রমিকরা বিক্ষোভ করে এক ঘণ্টা ট্রেন আটকে রাখেন। পরে তাদের বুঝিয়ে বিকেল ৫টার দিকে ট্রেনটি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

দাবি মেনে না নেওয়ায় মঙ্গলবারও মৌলভীবাজারের বেশিরভাগ চা-বাগানের শ্রমিকরা কাজে যোগ দেননি। সকাল থেকেই মৌলভীবাজারের বালিশিরা, মনু, ধলাই, জুড়ি, লংলার বেশিরভাগ বাগানে ধর্মঘট পালন করেন তারা।

সর্বশেষ ১২০ টাকা মজুরিতে কাজে ফেরার সিদ্ধান্ত মেনে নেননি সাধারণ চা-শ্রমিকরা। তারা বলছেন, প্রধানমন্ত্রীর কথা বলে তাদের ধোকা দেওয়া হচ্ছে। তারা এ সিদ্ধান্ত মানেন না।

আব্দুল আজিজ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।