গাইবান্ধায় আদালতের হাজতখানায় আসামির মৃত্যু
গাইবান্ধা জেলা আদালতের হাজতখানায় এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে জমিজমা সংক্রান্ত মামলার আসামি তাহের মাহমুদ (৬৫) মৃত্যুবরণ করেন। তিনি সাঘাটা উপজেলার পবনতাইর গ্রামের বাসিন্দা ছিলেন।
গাইবান্ধা আদালতের পরিদর্শক তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৪ সালের জমিজমা সংক্রান্ত মামলায় জামিনে মুক্ত ছিলেন তিনি। পরে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সোমবার রাতে তাহের, তার দুই ছেলে ফারুক ও সাদ্দাম এবং ফারুকের স্ত্রীকে গ্রেফতার করে আদালতে আনে সাঘাটা থানা পুলিশ।
আদালতের কাজ চলাকালে তাহেরকে হাজতখানায় রাখা হয়। পরে দুপুরে তিনি অসুস্থ বোধ করলে তাৎক্ষণিক পুলিশ তাকে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহাবুব হোসেন বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তাহেরকে হাসপাতালে আনা হয়। তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। রোগীর পালস পাওয়া যায়নি, ব্লাড প্রেশারও পাওয়া যায়নি। ইসিজি ও বিভিন্ন পরীক্ষা করে তাহেরের প্রাণের উপস্থিতি না পাওয়ায় তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
এমআরআর/এমএস