‘বিতর্কিত সিদ্ধান্ত’ বাতিল দাবি, ফের আন্দোলনে চা-শ্রমিকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২২ আগস্ট ২০২২

প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের চুক্তিকে ‘বিতর্কিত’ আখ্যায়িত করে আন্দোলন অব্যাহত রেখেছেন সাধারণ চা-শ্রমিকরা। মজুরি ৩০০ টাকা নির্ধারণ করার দাবিতে সোমবার (২২ আগস্ট) বাগানে বাগানে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন তারা।

শ্রমিকরা মৌলভীবাজারের কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের লুয়াইউনি চা-বাগানের সামনে চার ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।

Tea-(1)

রোববার (২১ আগস্ট) দিনগত রাতে মৌলভীবাজারের জেলা প্রশাসক কার্যালয়ে চা-শ্রমিক নেতা ও প্রশাসন এক বৈঠকে মিলিত হয়। সেখানে আগের মজুরিতে (১২০ টাকা) কাজে ফেরার সিদ্ধান্ত হয়। চা-শ্রমিকরাও ধর্মঘট প্রত্যাহার করেন। কিন্তু সাধারণ চা-শ্রমিকরা এ চুক্তি বা সিদ্ধান্তকে ‘বির্তকিত’ আখ্যায়িত করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সোমবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকরা। চারটি বাগানের শ্রমিকরা জমায়েত হয়ে সড়ক অবরোধ করে রাখেন।

Tea-(1)

বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ বলেন, শ্রমিক নেতারা প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে চা-শ্রমিকদের বোকা বানাচ্ছেন।

লুয়াইউনি চা-বাগানের পঞ্চায়েত সভাপতি অজিত কৈরী জাগো নিউজকে বলেন, ‘দরকার হলে আমরা না খেয়ে থাকবো। যতদিন আমাদের দাবি পূরণ না হয়, ততদিন আমরা চা-বাগানের কাজে যোগ দেবো না।’

Tea-(1)

আন্দোলনরত নারী চা-শ্রমিক স্বপনা কৈরী বলেন, ‘আমাদের দুঃখ কেউ বোঝে না। আমরা বিতর্কিত চুক্তি বাতিল চাই।’

লুয়াইউনি চা-বাগানের পঞ্চায়েত সদস্য বিজয় কৈরি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে বিতর্কিত চুক্তি বাতিল না করলে আগামীকাল থেকে কঠোর আন্দোলন শুরু হবে।’

আব্দুল আজিজ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।