নওগাঁয় অস্ত্র ও গুলিসহ নারী আটক


প্রকাশিত: ১১:৩৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

নওগাঁর পত্নীতলায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ রিনা খাতুন (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপিনগর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রিনা ওই গ্রামের মুকুল হোসেনের স্ত্রী।

পত্নীতলা থানার ভারপ্রপ্ত কমর্কর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, গোপন সংবাদে সন্ধ্যায় গোপিনগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুকুলের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ রিনা খাতুনকে আটক করা হয়।

এ ঘটনায় পত্নীতলা থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।

এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।