ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২১ আগস্ট ২০২২
ফাইল ছবি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

রোববার (২১ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার ধনু নদের গাজীপুর ইউনিয়নের পাচহাট এলাকায় অভিমান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন খন্দকার।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জুলহাস মিয়া।

জব্দ করা ড্রেজার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউব স্বাধীনের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার বলেন, দীর্ঘদিন ধরেই একটা অসাধু মহল অবৈধভাবে পাঁচহাট গ্রামের সামনে ধনু নদে অবৈধ বালু উত্তোলন করছিল। এ কারণে আশপাশের গ্রামগুলো নদীভাঙনের হুমকির মুখে পড়ছিল। তাই গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ভ্রাম্যমাণ আদালত ধনু নদে অভিযান পরিচালনা করে।

এইচ এম কামাল/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।