পুকুরে ডুবে খালা-ভাগনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২১ আগস্ট ২০২২
ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে গোসল করতে নেমে পুকুরে ডুবে খালা ও ভাগনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাধানগর গ্রামে আব্দুল মালেকের বাড়ির পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো রাধানগর গ্রামের আব্দুল মালেকের প্রতিবন্ধী মেয়ে রোমা বেগম (১৩) ও নাতি মোহাম্মদ আব্দুল্লাহ (৪)।

আব্দুল্লাহর বাবা ইরফান আলী বলেন, ‘আমার ছেলে তিনদিন আগে তার নানার সঙ্গে বেড়াতে যায়। পানিতে পড়েছে খবর শুনে এসে দেখি আমার ছেলে ও শ্যালিকা মারা গেছে। আমার সবশেষ হয়ে গেছে।’

রোমা বেগমের বাবা আব্দুল মালেক বলেন, ‘আমার বড় মেয়ের নাতি ও প্রতিবন্ধী মেয়ে আমাদের কাউকে না জানিয়ে ঘরের পাশের পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মুহিবুর রহমান বলেন, এ বিষয়ে কারও কোনো অভিযোগ নেই। তারপরও আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোপেশ জানান, প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন সম্পন্ন হয়েছে।

ছামির মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।