মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ২


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খাটুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার খাটুরা গ্রামের রহিছ আলীর মেয়ে রোকেয়া বেগম (২২) ও একই গ্রামের জলিল মিয়া (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, খাটুরা গ্রামের খলিলুর রহমান ওরফে ছুট্টো মিয়া মেম্বারের সঙ্গে একই গ্রামের ফজল মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আর এরই জের ধরে সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। এক পর্যায়ে তারা একে অপরের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে রোকেয়া বেগম ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অবস্থায় জলিল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।