নওগাঁয় ফেনসিডিলসহ যুবলীগ নেতা আটক
নওগাঁর পত্নীতলা থেকে ফেনসিডিলসহ মনিরুজ্জামান সমাপন (৩২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে বিজিবি। এ সময় তার এক সহযোগীকেও আটক করা হয়। শুক্রবার (১৯ আগস্ট) রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা জামালপুর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেলার সাপাহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও শহরের মাস্টারপাড়া মহল্লার মোখলেছুর রহমানের ছেলে মনিরুজ্জামান সমাপন (৩২) ও তার সহযোগী একই উপজেলার তাজপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রানা হোসেন (২৭)।
বিজিবি-১৪ এর রাধানগর বিওপির নায়েক মিজানুর রহমান জানান, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই বোতল ফেনসিডিলসহ মনিরুজ্জামান সমাপন ও রানা হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি হেলমেট, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়। পরে মামলা দিয়ে তাদের পত্নতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সাপাহার উপজেলা যুবলীগের সভাপতি নঈম উদ্দিন বলেন, মনিরুজ্জামান সমাপন উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। শুনেছি তিনি ফেন্সিডিলসহ আটক হয়েছেন। তবে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, শনিবার বেলা ১১টার দিকে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আব্বাস আলী/আরএইচ/এমএস