সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ ১
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় খেয়া নৌকা ডুবে একজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) রাত ৮টায় দোয়ারাবাজার উপজেলা সদরের ঘাট থেকে খেয়া নৌকাটি আজমপুর ঘাটে যাচ্ছিল।
নৌকায় থাকা সুনামগঞ্জের হবতপুর গ্রামের এখলাছুর রহমান জানান, একটি মোটরসাইকেলে করে তারা তিন বন্ধু দোয়ারা বাজারের বাঁশতলা গিয়েছিলেন। ফেরার সময় দোয়ারাবাজার খেয়া ঘাট থেকে মোটরসাইকেলসহ ওঠেন তারা। আজমপুর ঘাটের কাছাকাছি এসে খেয়া নৌকায় বাল্কহেডের ধাক্কা লাগে। এ সময় নৌকাটি তীরের কাছে থাকায় নৌকায় থাকা ৬০-৭০ জন যাত্রীই নদীতে ঝাঁপ দেন। পরে নৌকাটি ডুবে যায়।
তারা তিন বন্ধুর মধ্যে গোবিন্দপুরের শামছুল ইসলাম (৩৫) নামের এক বন্ধুকে পাওয়া যাচ্ছে না। তাদের মোটরসাইকেলও নদীতে পড়ে গেছে বলে জানান তিনি।
দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ জানান, রাত ৮ টার দিকে ইঞ্জিন চালিত খেয়া নৌকাটিতে বাল্কহেডের ধাক্কা লাগে। ওই সময় যাত্রীরা নদীতে পড়ে যান। এ ঘটনায় একজনের নিখোঁজের তথ্য নিশ্চিত হওয়া গেছে। ট্রলার নিয়ে ঘটনাস্থলের আশপাশে খোঁজাখুঁজি করা হচ্ছে।
লিপসন আহমেদ/এফএ/এএসএম