রামুতে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ


প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

কক্সবাজারের রামুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে বিজিবির রেজুপাড়া ও মংজয়পাড়া বিওপির সদস্যরা।

মঙ্গলবার রাতে ও বুধবার সকালে এ অভিযান চালানো হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য সোয়া সাত লাখ টাকা বলে জানায় বিজিবি সূত্র।

রামু-৫০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম পারভেজ জানান, মংজয় পাড়া বিওপির ভারপ্রাপ্ত কোম্পানির অধিনায়ক নায়েব সুবেদার মো. মোমেন আলী মন্ডলের নেতৃত্বে বিশেষ টহল দল সকালে গাছবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৯ বোতল ম্যানডালাই রাম মদ, ১৬১ ক্যান ডাবল সুপার স্ট্রং বিয়ার জব্দ করে।

অপরদিকে, রেজুপাড়া বিওপির কোম্পানির অধিনায়ক সুবেদার মো. ওয়াজকরুনীর নেতৃত্বে বিশেষ টহল দল মঙ্গলবার রাতে ইগলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল কান্ট্রি ড্রাইজিন ও৮৪ বোতল ম্যানডালাই রাম মদ জব্দ করেন।

জব্দকৃত ১৭৫ বোতল বিদেশি মদ এবং ১৬১ ক্যান বিয়ারের বাজার মূল্য সাত লাখ ১৫ হাজার ৯৫০ টাকা।

লে. কর্নেল শফিউল আজম পারভেজ, সীমান্তে মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যহত থাকবে। এসব অভিযানে সীমান্তে বসবাসরত জনগণকে সহযোগিতা দিয়ে মাদক পাচার রোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরো জানান, আসামিবিহীন উদ্ধারকৃত এসব মাদক স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে পরবর্তীতে ধ্বংস করা হবে।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।