চালকের এক ঘুষিতে শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ১১:০১ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

রংপুরে ট্রাক চালকের ঘুষিতে রায়হান (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে শহরের শাপলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। রায়হান নগরীর ১৫ নং ওয়ার্ডের ফতেহপুর তিনঘড়ি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও নিহতের স্ত্রী রুবী বেগম জাগো নিউজকে জানান, রায়হান ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় আজকেও বাড়ি থেকে বেড়িয়ে শাপলা চত্বরে গিয়েছিলেন। এসময় শহরের কামারপাড়া এলাকার হবিবর রহমানের ছেলে ট্রাকচালক মনোয়ার হোসেন তাকে কাজে যেতে বললে রায়হান অস্বীকৃতি জানায়। একপর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং মনোয়ার ক্ষিপ্ত হয়ে রায়হানের বুকে সজোরে ঘুষি মারেন। এতে আঘাতপ্রাপ্ত হন রায়হান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকার পর বেলা ১১ টার দিকে মারা যান রায়হান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জিতু কবীর/ এমএএস



পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।