মেহেরপুরে প্রবাসীর মৃত্যু নিয়ে রহস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৮ আগস্ট ২০২২

মেহেরপুরের গাংনীতে মঈনুদ্দীন নামের প্রবাসফেরত এক ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার হেমায়েতপুরে তার মৃত্যু হয়।

মঈনুদ্দীনের স্ত্রী জুলেখা আক্তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্বামীর মৃত্যুর কথা বললেও মঈনুদ্দীনের বোনের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

jagonews24

প্রতিবেশী আব্দুল কুদ্দুস জানান, সকাল সাড়ে ৮টার দিকে মঈনুদ্দীনের মৃত্যুর খবর আসে। তিনি অসুস্থ এমন কোনো তথ্য কারো কাছে ছিল না। দুই মাস আগে মঈনুদ্দীন মালয়েশিয়া থেকে দেশে ফিরেন।

মঈনুদ্দীনের বোন শিরিনা জানান, ১৫ বছর ধরে মালয়েশিয়া থাকেন মঈনুদ্দীন। বছর পাঁচেক আগে বাড়িতে আসার পর মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তখন কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি না এসে সরাসরি মালয়েশিয়া চলে যান। এবার বাড়ি এসে স্ত্রীর কারণে প্রাণ গেল তার।

jagonews24

একই কথা জানিয়েছেন মঈনুদ্দীনের মামা আব্দুস সাত্তার। তিনি জানান, জুলেখা তার শাশুড়িকেও বিষপান করিয়ে মেরে ফেলেন। সেসময় গ্রামের লোকজন বিষয়টি গোপন করায় জুলেখা রক্ষা পায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মেহেরপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।