একই স্থানে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ, নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৮ আগস্ট ২০২২
ফাইল ছবি

খুলনার ১৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে কর্মীসভা ডাকায় সেখানে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নগরীর বয়রা বাজারে আজ (বৃহস্পতিবার) দুই পক্ষ কর্মী সভার আয়োজন করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি বয়রা বাজারে কর্মীসভার আয়োজন করে। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু পরে জানতে পারলাম একই স্থানে সোনাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। পুলিশ বিএনপি নেতাদের সেখানে সভা করতে নিষেধ করেছে। পরে সহিংসতা এড়ানোর জন্য কর্মীসভা বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অপরদিকে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা বলেন, বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করছে। এর প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আমরা যথাসময়ে সভাস্থলে উপস্থিত হব।

এর আগে বুধবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সমাবেশে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে ।

আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।