এক তরমুজ নিলামে বিক্রি হলো ৫ হাজার টাকায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১৭ আগস্ট ২০২২

জামালপুরের মাদারগঞ্জে পাঁচ হাজার টাকায় একটি তরমুজ বিক্রি করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকালে পৌর শহরের আব্দুল আলী মির্জা কাশেম ফাজিল (ডিগ্রি) মাদরাসায় নিলামের মাধ্যমে এ তরমুজটি বিক্রি করা হয়। তরমুজটি কিনে নেন ওই মাদরাসার সহকারী অধ্যাপক আশরাফুন নিসা ফাহিমা।

মাদরাসা সূত্রে জানা যায়, মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম ফাজিল (ডিগ্রি) মাদরাসার মাঠে বেড়ে ওঠা একটি গাছে ওই তরমুজটি ধরে। খাওয়ার উপযোগী হলে বুধবার সকালে মাদরাসার অধ্যক্ষ গোলাম রব্বানী তরমুজটি বিক্রির জন্য নিলাম ডাকেন। পরে মাদরাসার ১০ শিক্ষক দাম হাঁকেন। শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকায় আশরাফুন নিসা ফাহিমা তরমুজটি কিনে নেন।

আশরাফুন নিসা ফাহিমা বলেন, তরমুজটি আমাদের মাঠেই বড় হয়েছে। আজ নিলামে তোলা হলে আমি পাঁচ হাজার টাকায় কিনে নিই।

তিনি আরও বলেন, মূলত এ টাকাটা মাদরাসার উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে। তাই আমার উদ্দেশ্য ছিল, তরমুজ কেনা নয় বরং মাদরাসার উন্নয়নমূলক কাজে শরিক হওয়া।

নিলামের বিষয়ে জানতে চাইলে মাদরাসার অধ্যক্ষ গোলাম রব্বানী জাগো নিউজকে বলেন, আমাদের প্রতিষ্ঠানে তরমুজের গাছটি বেড়ে ওঠে। খাওয়ার উপযোগী হওয়ায় আজ তা নিলামের মাধ্যমে পাঁচ হাজার টাকায় বিক্রি করে মাদরাসার তহবিলে জমা করা হয়। এ টাকা মাদরাসার উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।