ক্ষেতে পানি দেওয়ার সময় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৭ আগস্ট ২০২২
ফাইল ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে আমন ক্ষেতে পানি দেওয়ার সময় সাপের কামড়ে খায়রুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত খায়রুল উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকার মৃত রাশেদ আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বিকেলে আমন ক্ষেতে পানি দেওয়ার সময় আইলের একটি গর্তে পা ঢুকে যায় খায়রুলের। এ সময় গর্তের ভেতরে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয়। চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কুমার রায় সাপের কামড়ে কৃষকের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।