বেশি দামে ডিম বিক্রি, ফরিদপুরে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:১৪ এএম, ১৭ আগস্ট ২০২২

ফরিদপুর শহরে বেশি দামে ডিম বিক্রি করায় কাজী ফার্মস লিমিটেডকে ১০ হাজার জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।

তিনি জাগো নিউজকে জানান, অভিযানে ডিমের দাম বেশি নেওয়া, ডিমসহ নিত্যপণ্যের মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করা ও ডিম কেনায় পাইকারি ডিলারদের রশিদ না দেওয়ার অপরাধে কাজী ফার্মস লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিপণন কর্মকর্তা মো. সাহাদাত হোসেন, সিনিয়র স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান। অভিযানে সহায়তা করেন জেলা পুলিশের একটি টিম।

এন কে বি নয়ন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।