পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌচলাচল বন্ধ


প্রকাশিত: ০৩:০৭ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বুধবার ভোর ৪ টা থেকে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার মধ্যে তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে বেশ কয়েকেটি ফেরি।

বিআইডিব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, মধ্যরাত থেকেই নৌ-পথে কুয়াশা পড়তে থাকে। এরপর থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোরের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল সম্পন্ন অনুপযোগী হয়ে পড়ে।

ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। আটকা পড়া এসব যানবাহনের নারী ও শিশুসহ যাত্রীরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কেটে গেলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

বি.এম খোরশেদ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।