না.গঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় হৃদম প্লাজার পাশের একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ওই গোডাউনে থাকা বিপুল পরিমাণ ঝুট। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শহরের হৃদম প্লাজার পাশে সেলিম ও কালু মিয়ার ঝুটের গোডাউনে হঠাৎ আগুন লেগে। পরে তা মুহূর্তের মধ্যে পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এসময় গোডাউনে থাকা প্রায় ১০ থেকে ১২ টন ঝুটে পুড়ে যায়।

এদিকে, ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের মার্কেটের মালিকরা আতঙ্কে ছুটাছুটি করতে শুরু করে।

গোডাউনের মালিক সেলিম মিয়ার দাবি করেন, গোডাউনে মজুদ করা প্রায় ১২টন ঝুট পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকারও বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শাহাদাত হোসেন/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।