কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৩ আগস্ট ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় দফাদার নামক ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার পরে তেলবাহি ট্যাংকার থেকে জ্বালানি তেল আনলোড করার সময় অসাবধানতায় আগুন ধরে যায়। এতে অগ্নিদদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরো এক শ্রমিক আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের শাহাজুল (৩৫) ও একই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬)।

fire death

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক জানে আলম জানান, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিভাবে আগুন লেগেছে সে বিষয়টি খতিয়ে দেখা হবে।

দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

আল-মামুন সাগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।