খুলনাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১১ আগস্ট ২০২২
ফাইল ছবি

খুলনার বিভিন্ন জায়গায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার( ১১ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। স্থায়ী ছিল ৩ সেকেন্ড। খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়।

তবে এ ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল জানতে চাইলে আমিরুল আজাদ বলেন, সে তথ্য জানতে হলে একটু অপেক্ষা করতে হবে।

তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী এর মাত্রা ছিল ৩ দশমিক ৮। 

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রও জানিয়েছে, বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৮ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।

আলমগীর হান্নান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।