রাজাকার জল্লাদ ওমর আটক


প্রকাশিত: ১০:৪৫ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

একাত্তরে অসংখ্য মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষকে হত্যাকারী নড়াইলের রাজাকার জল্লাদ ওমর আলীকে (৬৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে নড়াইল পৌরসভার বরাশুলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মুক্তিযোদ্ধা কমান্ডার শরীফ হুমায়ুন কবীর, ফজলুর রহমান জিন্নাহ ও সাইফুর রহমান হিলু জানান, নড়াইল পিচ কমিটির চেয়ারম্যান রাজাকার সোলায়মানের কাছে বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী বন্দিদের তালিকাসমৃদ্ধ একটি খাতা  থাকতো। যাদের হত্যা করা হবে প্রতি রাতে সে অনুয়ায়ী ওই খাতা থেকে উল্লেখিত তালিকা বাছাই করে লাল কালি দিয়ে টিক চিহৃ দিতো এবং লেখা হতো `রিলিজ ফর ইভার`।

পরে শহরের বরাশোলার ওমর, কাগজিপাড়ার মোমরেজ, ফুলসরের ওহাব, পেড়লির আশরাফ ও য়শোরের খড়কি এলাকার বাবুল কমান্ডারকে এ বিচার কার্যকর করার দায়িত্ব বুঝিয়ে দেয়া হতো। তারা এসব মানুষকে নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে দিতো। এসব জল্লাদকে প্রত্যেক জবাইয়ের জন্য ১০ টাকা করে বকশিস দেয়া হতো।

পিচ কমিটির চেয়ারম্যান কুখ্যাত রাজাকার সোলায়মানের নির্দেশে জল্লাদ ওহাবসহ নড়াইল আদালত চত্বর এলাকায় চিত্রা নদীর পাড়ে লঞ্চঘাটের পন্টুনে স্বাধীনতাকামী মানুষকে নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে দিতো।

জেলা পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম জানান, জল্লাদ ওমরকে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর জল্লাদ হিসেবে অভিযুক্ত আব্দুল ওহাবকে (৮০) সদরের ফুলশ্বর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
হাফিজুল নিলু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।