ভৈরবে ভেসে এলো মৃত ডলফিন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:২১ পিএম, ১০ আগস্ট ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর পাড় থেকে ২০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করেছে এলাকাবাসী।

বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় পৌরশহরের বাজার এলাকার মেঘনার নদীর পাড় সায়দুল্লাহ মিয়ার ঘাট থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা এটি প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করেন। পরে তারা স্থানীয়দের মাটিচাপা দেওয়ার দায়িত্ব দেন।

স্থানীয়রা জানান, ডলফিনটি মৃত অবস্থায় ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ডাঙায় নিয়ে আসেন। ডলফিনটির অবস্থা ক্ষত-বিক্ষত হওয়ায় স্থানীয় কিছু লোক প্রাণিসম্পদ অফিসে নিয়ে যান।

প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল আজম বলেন, ডলফিনটি প্রায় ২০ কেজি ওজনের। মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষত-বিক্ষত এ ডলফিনটি কোনো কিছুর ধাক্কা লেগে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।