সিংড়ায় কলেজছাত্রীর শ্লীলতাহানি, অফিস সহায়ক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১০ আগস্ট ২০২২

নাটোরের সিংড়ায় কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চামারী ডিগ্রি কলেজের অফিস সহায়ক আব্দুল খালেককে (৫৮) আটক করেছে পুলিশ।

বুধবার (১০ আগস্ট) দুপুর ১২টায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আব্দুল খালেক উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের হাসিঘাটি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, কলেজের অফিস সহায়ক আব্দুল খালেক একাদশ শ্রেণির এক ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করতেন। বুধবার কলেজ চলাকালীন সময়ে লাইব্রেরিতে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করলে স্থানীয়রা আব্দুল খালেককে আটক করে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশে সোপর্দ করে।

jagonews24

ভুক্তভোগী ছাত্রী বলেন, তিনি প্রায় আমাকে কুপ্রস্তাব দিতেন। অনেকবার নিষেধ করার পরও বুধবারে কলেজে তিনি আমাকে শ্লীলতাহানি করেছেন। আমি এ ঘটনার বিচার চাই।

অভিযুক্ত আব্দুল খালেক বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। কলেজের অফিস রুমে বসে থাকার সময় অসাবধানতাবশত ওই ছাত্রীর পায়ের সঙ্গে পা লেগেছে।

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা অফিস সহায়ক আব্দুল খালেককে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।