চট্টগ্রামে নিবন্ধনহীন ১২১ সিএনজি অটোরিকশা আটক


প্রকাশিত: ০৯:২২ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

চট্টগ্রামে নিবন্ধনহীন ১২১টি সিএনজিচালিত অটোরিকশা আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে নিবন্ধনহীন এসব অটোরিকশা আটক করা হয়।  

মন্ত্রীর নির্দেশ অমান্য করে মিটারে না চলায় এরআগে সোমবার বিকেল থেকে অভিযানে নামে সিএমপি ও বিআরটিএ। তারই ধারাবাহিকতায় মঙ্গলবারও চলে অভিযান।

সোমবার দিনভর অভিযান চালিয়ে এক হাজার ৪২১টি মিটারবিহীন অটোরিকশার বিরুদ্ধে মামলা দায়ের করে নগর পুলিশের ট্রাফিক বিভাগ।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, মিটারবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। তবে মালিক সমিতি আমাদের জানিয়েছে, আর দুই-তিনদিন সময় দিলে তারা সব অটোরিকশায় মিটার লাগাতে সক্ষম হবে। তাদের কথা আমরা বিবেচনায় নিয়েছি।

জীবন মুছা/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।