স্কুলছাত্রীকে মারধর : বিচার দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

পিরোজপুরের মঠবাড়িয়ার এক ছাত্রীকে বখাটেরা বাড়ি থেকে ডেকে এনে কু-প্রস্তাব দিলে রাজি না হওয়ায় ঘরের মধ্যে আটক করে মারধর করার ঘটনা ঘটেছে। ঘটনার স্বীকার ওই ছাত্রী উপজেলার সাফা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে।

এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবি করে মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী সাফা বন্দর ও বিদ্যালয় চত্বরে  বিক্ষেভ করেছে। বিক্ষোভ শেষে তারা মানববন্ধন করেছে।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানিয়েছেন, এ ঘটনায় ধানী সাফা গ্রামের জাহাঙ্গীর মল্লিকের ছেলে রনিসহ চারজনকে আসামি করে ওই ছাত্রীর বাবা এমাদুল হক বাদল বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

ছাত্রীর বাবা জানিয়েছেন সোমবার স্কুল ছুটি হলে আমার মেয়ে বাড়ি এসে খাওয়া-দাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছিল। বিকেল তিনটার দিকে সোনিয়া নামের এক বান্ধবী মোবাইল ফোনে তাকে ডেকে তাদের বাড়িতে নেয়। এসময় সোনিয়াদের ঘরে তার মা বাবা কেউ ছিলেন না। তিনি বলেন, আমার মেয়ে ঘরে ওঠার পর সোনিয়া কৌশলে ঘর থেকে বের হয়ে গেলে রনি মল্লিক তার দুই সহযোগী নিয়ে ঘরে ঢুকে আমার মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়। এসময় রনির সহযোগীরাও তাকে রনির সঙ্গে বিবাহসহ তার সব প্রস্তাব মানতে বলে। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে আমার মেয়েটিকে মারধর করে তারা। এতে সে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হলে তাকে মঠবাড়িয়া স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয় বলে তিনি জানান।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বখাটেরা যা ঘটিয়েছে তার বিচার চাই। সঙ্গে লাঞ্ছিত ছাত্রীর অভিভাবকের সঙ্গে থেকে সহযোগিতা করবো। ঘটনার সঙ্গে জড়িত বখাটে তিন ছেলেসহ সোনিয়াকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওসি জানান।

হাসান মামুন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।