দুই কেজি চাল চুরির অপবাদে রশি দিয়ে বেঁধে কিশোরকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৮ আগস্ট ২০২২
মারধরের শিকার কিশোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন

বরিশালের আগৈলঝাড়ায় দুই কেজি চাল চুরির অপবাদে রশি দিয়ে বেঁধে ১৭ বছরের এক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সোমবার (৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন- উপজেলার ফুল্লশ্রী গ্রামের হিমু হাওলাদার ও তার ছেলে আবির হাওলাদার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কিশোর জানায়, ‘আমি এবং জিয়া ফকির নামের একজন রোববার সারাদিন হিমু হাওলাদারের বাড়িতে স্যানিটারির কাজ করি। সন্ধ্যার পর বাড়িতে এসে মজুরির টাকা নিয়ে যেতে বলেন। কিন্তু টাকা চাইতে গেলে হিমু হাওলাদার তার ঘর থেকে দুই কেজি চাল চুরি হয়েছে এমন মিথ্যা অপবাদ দিয়ে আমাকে রশি দিয়ে বেঁধে ফেলেন। পরে হিমু হাওলাদার ও তার ছেলে আবির হাওলাদার এবং পরিবারের লোকজন লাঠি দিয়ে মারতে থাকেন। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

কিশোরের মা বলেন, ‘আমার ছেলে চাল চুরি করেনি। এরপরও বিনা অপরাধে মিথ্যা চুরির অপবাদ দিয়ে তাকে মারধর করা হয়েছে। হিমু হাওলাদার বিষয়টি জানালে আমি তাকে দুই কেজি চাল কিনে দিতাম। কিন্তু তারা না জানিয়ে আমার ছেলেকে আটকে রেখে হাত-পা বেঁধে মারধর করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা গরীব। গরীবের কথা কেউ শুনে না। বিশ্বাস করে না। প্রতিবেশীদের পরামর্শে দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ছেলেকে মারধরের ঘটনায় বিচার দাবি করছি।’

অভিযুক্ত হিমু হাওলাদার বলেন, ‘ওই ছেলে রোববার আমার বাড়িতে স্যানিটারির কাজ করে। ঘরে একটি থলেতে চাল রাখা ছিল। সে কাজ ছেড়ে চলে যাওয়ার পর চালের থলেটি উধাও হয়ে গেছে। সে সন্ধ্যার পর আমার বাড়িতে কাজের টাকা চাইতে এলে তার কাছে চাল চুরির বিষয়ে জানতে চাই। এ সময় তার সঙ্গে কথা কাটাকাটি হয়। কিন্তু রশি দিয়ে বেঁধে মারধরের কোনো ঘটনা ঘটেনি। তারা মিথ্যা অপপ্রচার করছে।’

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, ফুল্লশ্রী গ্রামের এক কিশোরকে মারধরের অভিযোগ এনে তার মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিকেলে থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মন্ডলসহ কয়েকজন পুলিশ সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাইফ আমীন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।