সুনামগঞ্জে একজনের আমৃত্যু কারাদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঞ্চল্যকর দুলা মিয়া হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন।
সোমবার (৮ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিউদ্দিন মুরাদ এ রায় দেন।
মামলার সরকারি কৌঁসুলি আইনুল ইসলাম বাবলু জানান, ২০০১ সালের ২৪ নভেম্বর ডোবায় মাছ ধরা নিয়ে উপজেলার দাওরাই গ্রামের সফর আলী ও হীরা মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত সফল আলীর ভাতিজা দুলা মিয়াকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় দুলা মিয়ার চাচা সফর আলী বাদী হয়ে ৩২ জনকে আসামি করে মামলা করেন। মামলার দীর্ঘ শুনানির সময় পাঁচজন মারা যান। বাদী সফর আলীও মারা যান। এখনো পলাতক ১০ আসামি। আদালত ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এজনকে আমৃত্যু কারাদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত হলেন- ওই গ্রামের রহিদ উল্লার ছেলে হীরা মিয়া প্রকাশ ইজাজুল। অপরদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- গ্রামের মসকদ উল্লাহর ছেলে আব্দুল মন্নাফ, আমরু মিয়ার ছেলে কয়েছ, রৈফত উল্লার ছেলে মসকু, নেছাওর ও নূর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম