তালায় স্কেভেটরচাপায় শ্রমিক নিহত


প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া বাজার এলাকায় কপোতাক্ষ নদ খনন প্রকল্প বাস্তবায়নকালে স্কেভেটর মেশিনের চাপায় মিজান শেখ (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাতে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মিজান শেখ পার্শ্ববর্তী দোহার গ্রামের আছাদুল শেখের ছেলে। ঘটনার পরপরই স্কেভেটর চালকসহ প্রকল্পের সাব ম্যানেজার কাম ক্যাশিয়ার আসাদ ও নিহতকে কাজে নেয়া দোহার গ্রামের হাফিজুর রহমান পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রকল্পের নকশা পরিবর্তন করে ৪০/৫০ বছর পূর্বে ভরাট হয়ে যাওয়া নদীতে খনন কার্যক্রম চালাচ্ছে ঢাকার বিনিময় কনস্ট্রাকশন। সরকারিভাবে যার কোনো বরাদ্দ দেয়া হয়নি বা কোনো টেন্ডারও হয়নি। নিয়ম বহির্ভূত কার্যক্রম চালানোর জন্য শ্রমিকদের রাতদিন পরিশ্রম করানো হয়। যার কারণে অসাবধানতাবসত স্কেভেটর মেশিনের চাকায় পিষ্ট হয়ে মিজান নিহত হন। সন্ধ্যার পর এলাকাবাসী মাটির নিচে মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

অপর প্রান্তে কাজ করা গোপালগঞ্জের এমটি অ্যান্ড এসএস কনসোটিয়াম ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার জানান, জেঠুয়া বাজার এলাকা কাজটি আমাদের নয়। ওখানে কাজ করছে বিনিময় কনস্ট্রাকশন।

এ ব্যাপারে তালা থানার ওসি মো. সগির মিয়া জানান, স্কেভেটর মেশিনের চাকায় পিষ্ট হয়ে মিজানের মৃত্যু হয়েছে। রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার লাশ মর্গে প্রেরণ করা হবে। স্কেভেটর মেশিনটি জব্দ করা হলেও চালক বা ম্যানেজারকে আটক করা যায়নি।

আকরামুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।