মোংলায় পৌঁছালো বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০৬ আগস্ট ২০২২

বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ প্রকল্পের মালামাল নিয়ে একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী এম ভি উহিয়ান হোপ জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করা হয়। এসময় বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাহাজটির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণাধীন মেশিনারিজ পণ্য নিয়ে জাহাজটি শনিবার বিকেলে মোংলা বন্দরে পৌঁছেছে। এসব পণ্য নিয়ে এম ভি উহিয়ান হোপ গত ২৫ জুলাই ভিয়েতনামের হাইফং বন্দর ছেড়ে আসে।

তিনি বলেন, এ চালানে ২৬৭ প্যাকেজের ২ হাজার ৩৫০ মেট্রিক টন মেশিনারি পণ্য এসেছে। এসব পণ্য ভিয়েতনামের আইএইচআই ইনফ্রাসট্রাকচার এশিয়া লিমিটেড কোম্পানি উৎপাদন করেছে।

এম ভি উহিয়ান হোপ জাহাজের স্থানীয় শিপিং এজেন্টে হক অ্যান্ড সন্স খুলনার ব্যবস্থাপক মো. শওকত আলী বলেন, ভিয়েতনাম থেকে আসা এসব পণ্য আগামী ৯ আগস্টের মধ্যে খালাস করা হবে। এরপর সড়কপথে পদ্মা সেতু হয়ে এ মালামাল সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুস্থলে পৌঁছাবে।

jagonews24

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশের চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। যেটির বাস্তবায়ন এখন দৃশ্যমান। এই সেতুর মেশিনারি পণ্যের চালান মোংলা বন্দর দিয়ে আমদানি হওয়া এই বন্দরের ব্যাপক সক্ষমতার প্রমাণ দেয়।

এদিকে শনিবার আসা চালানকে বঙ্গবন্ধু রেল সেতুর মেশিনারির প্রথম চালান বলে বন্দর কর্তৃপক্ষ উল্লেখ করলেও মূলত এর আগে ২০২১ সালের ১৪ জুন এ রেল সেতুর মালামাল নিয়ে বন্দরে এসেছিল এম ভি ফ্রানভো লোহাস নামে একটি জাহাজ। সে জাহাজটিতে এসেছিল ৩ হাজার ২৮৮ মেট্রিক টন স্টিল পাইপ ও পাইল।

প্রসঙ্গত, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু হচ্ছে দেশের সর্ববৃহৎ রেল সেতু। মোট ৫০টি পিলারের ওপর গড়ে উঠবে ৪ দশমিক ৮ কিলোমিটার ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতু।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।