যশোরে ২০ লাখ টাকার ভেজাল সার জব্দ


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

যশোরে প্রমোট অ্যাগ্রো ক্যামিকেল নামের একটি প্রতিষ্ঠান মেসার্স বায়োটেক অ্যাগ্রোর রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে অবৈধভাবে ভেজাল সার ও কীটনাশক তৈরির সময় র‌্যাবের হাতে ধরা পড়েছে। সোমবার বিকেলে উপশহর ৮ নম্বর সেক্টরের এইচ-১২ নামে একটি বাড়িতে র‌্যাব অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার সার এবং কীটনাশক জব্দ করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের উপস্থিতিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সার এবং কীটনাশক মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল উল্লেখ করে তা ধ্বংস করা হয়। একই সঙ্গে অভিযুক্ত প্রমোট অ্যাগ্রো ক্যামিকেলের মালিক আবু তাইফুর জিলানীকে এক লাখ জরিমানা করা হয়েছে।

যশোর সদর উপজেলা কৃষি অফিসার এসএম খালিদ সাইফুল্লাহ জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের এএসপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সেখানে অভিযান চালান। এসময় র‌্যাব সাত হাজার ২শ` বোতল পিজিআর, এক হাজার ৫শ` কেজি জিংক, ৬ হাজার কেজি জৈব সার, ২ হাজার ২৫০ প্যাকেট কীটনাশক, বিপুল পরিমাণ সারের বস্তা ও কার্টুন জব্দ করে। পরে তাদের খবর দেয়া হয়। সেখানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান ও কৃষি কর্মকর্তারা উপস্থিত হন। এসময় জব্দ করা সার অবৈধ ও ভেজাল নিশ্চিত হলে সেগুলো পুড়িয়ে ও মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

মিলন রহমান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।