সংস্কৃতি অঙ্গনে তাণ্ডবের প্রতিবাদে চলচ্চিত্র প্রদর্শনী
ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিসহ সাংস্কৃতিক অঙ্গনে গত ১২ জানুয়ারি চালানো তাণ্ডবের প্রতিবাদে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। জেলা শিল্পকলা একাডেমি এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম-সম্পাদক মো. মনির হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণি সজিব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গত ১২ জানুয়ারি সংস্কৃতিক অঙ্গনে যে তাণ্ডব চালানো হয়েছে এর বিরুদ্ধে সংস্কৃতি কর্মীদের উজ্জীবিত করবে এই চলচ্চিত্র প্রদর্শনী। এই চলচ্চিত্র উৎসব সকল প্রকার অপশক্তি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ। এর মাধ্যমে সংস্কৃতির কর্মকাণ্ড আরো বেগবান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি করেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি কবি জয়দুল হোসেন। এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল মান্নান সরকার, অধ্যাপক মান বর্দ্ধন পাল, আবদূনর নূর, জহিরুল ইসলাম ভূইয়া প্রমুখ। পরে আলোচনা শেষে `আগুনের পরশমণি` চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, এক মাদ্রাসাছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একটি সুযোগ সন্ধানী দল এবং বিক্ষুব্ধ মাদ্রাসাছাত্ররা।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর